1. www.rohimali2019@gmail.com : Abdur Rohim : Abdur Rohim
  2. alauddinmondol45@gmail.com : Alauddin Mondol : Alauddin Mondol
  3. dainiksonarbangla24@gmail.com : Hafiz Rahman : Hafizur Rahman
  4. msalimreza4u@gmail.com : Salim Reza : Salim Reza
  5. admin@sonarbangla24.com : sayem :
  6. allbanglanewspaperlive@gmail.com : Shipon Ahmed : Shipon Ahmed
রাজশাহীতে মাদকসহ কুখ্যাত মাদক কারবারি আটক - সোনার বাংলা ২৪
২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৮:১১|

রাজশাহীতে মাদকসহ কুখ্যাত মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকার মাদক কারবারি পরিবারের কুখ্যাত মাদক ব্যবসায়ী রাব্বি খাঁকে ১০০ পিচ ইয়াবাসহ আটক করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর আরেক অভিযানে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রুবেল (২২) নামে আরেকজন মাদক কারবারিকে আটক করা হয়। ২৬ এপ্রিল পৃথক দুটি অভিযানে তাদের আটক করেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার এজাহার ও ডিবি পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বহরমপুর এলাকার খোরশেদ আলী খোকনের ছেলে রাব্বি খাঁ মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। খোকনের ভাই সেন্টু ও মিতা ওই এলাকার কুখ্যাত মাদক কারবারি। এর আগে তাদের মাদক ব্যবসা নিয়ে বহু পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় প্রশাসনে নজরদারিতে পড়েন তাঁরা। তাঁদের নামে রয়েছে ডজনখানেক মামলা। অদৃশ্য এক গডফাদারের ছত্রছায়ায় তারা এসব মাদক কারবারি পরিচালনা করছে বলে স্থায়ী অনেক সুত্র নিশ্চিত করেন। অপর অভিযানে আটক রুবেল ইসলাম (২২) দামকুড়া থানার ফেরতাপাড়া (ধুতরাবন) এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল পৌনে ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর র্সাবিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার সোনাদিঘী মোড় এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: লোকমান হোসাইন ও তার টিম বিকাল ৫ টায় বোয়ালিয়া থানার সোনাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাব্বিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

অপরদিকে রাত পৌনে ১০ টায় ডিবি পুলিশের অপর টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পাড়ে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় এক ব্যাক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: সালেকুর রহমান ও তার টিম রাত ১০ টায় রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রুবেলকে ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, উক্ত ইয়াবা ও ট্যাপেন্টাডল গুলো বিক্রয়ের জন্য তাদের কাছে রেখেছিলো। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

বৈশাখী অফার

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১ 

অভিনন্দন বার্তা

[এই সাইটের যাবতীয় কন্টেন্ট অনুমতিবিহীন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ]

Copyright © 2024, Sonar Bangla 24