1. www.rohimali2019@gmail.com : Abdur Rohim : Abdur Rohim
  2. alauddinmondol45@gmail.com : Alauddin Mondol : Alauddin Mondol
  3. dainiksonarbangla24@gmail.com : Hafiz Rahman : Hafizur Rahman
  4. msalimreza4u@gmail.com : Salim Reza : Salim Reza
  5. admin@sonarbangla24.com : sayem :
  6. allbanglanewspaperlive@gmail.com : Shipon Ahmed : Shipon Ahmed
রাজশাহীতে উপজেলা ভোটে মাঠে নামছেন বিএনপি নেতারা - সোনার বাংলা ২৪
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৪৫|

রাজশাহীতে উপজেলা ভোটে মাঠে নামছেন বিএনপি নেতারা

সংবাদদাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

আওয়ামী লীগ সরকারের অধীনে সকল নির্বাচন বর্জনের ঘোষণার মধ্যে রাজশাহীতে উপজেলা ভোটে মাঠে নামছে বিএনপি নেতাকর্মীরা। ইতোমধ্যেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ভোটের মাঠে নেমে পড়েছেন জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনী। তিনি রাজশাহী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা।

ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির মাঠে সরব মার্কনী এবার উপজেলা পরিষদ নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাচন করতে চাচ্ছেন। তার বাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের আলোকছত্রর চকতাঁতীহাটি গ্রামে। তার পিতার নাম মাহর উদ্দীন খান। মাতা পিয়ারা বেগম।

জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান বলেন, মনে করেছিলাম কোন নির্বাচন করবো না। বারবার নির্বাচনের মাঠ থেকে বিএনপি সরে থাকায় বিএনপির তৃণমূলের একনিষ্ঠ কর্মীরা হতাশ হয়ে পড়েছে। তারা চাচ্ছেন বিএনপি ভোটের মাঠে থাকুক তাহলে অন্তত সাধারণ বিএনপির কর্মীরা স্বস্থি পাবে ও উজ্জীবিত থাকবে। বিএনপি ঘরে ঢুকে থাকায় তারা হতাশ প্রকাশ করছেন। মূলত এসব কর্মীদের চাওয়া থেকেই এবারের উপজেলা ভোটে প্রার্থী হয়ে ভোটে অংশ গ্রহণ করতে চাই।তিনি আরো বলেন,

আওয়ামী লীগকে আর ফাঁকা মাঠে গোল দিতে দেওয়া যাবে না। নির্বাচনে হার জিতে থাকবেই সেটা বড় বিষয় নয়, আমার মূল উদ্দেশ্যে বিএনপি কর্মীদের পাশে থেকে তাদের মনোবল বাড়ানো। কেন্দ্রীয় বিএনপি বা জেলা বিএনপির নেতারা কে কি ভাবলো সেটা দেখলে হবে না। আমরা এই রাজশাহী অঞ্চলে বিএনপি প্রতিষ্ঠা করেছি। এভাবে নির্বাচন থেকে সরে থাকলে নেতাকর্মীরা হারিয়ে যাবে। ইতোমধ্যে বিএনপির সাধারণ কর্মী ও সমর্থকদের ভোটের মাঠে নামার কথা জানান দিয়েছে বলে জানান বিএনপির এই নেতা।

এদিকে আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গোদাগাড়ী উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনের মাঠে থেকে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার আওয়ামী লীগ থেকে দলীয় ভাবে কোন প্রার্থী না দেওয়ায় মূলত একাধিক প্রার্থী ভোটের মাঠ গরম কররছেন। তবে স্থানীয় এমপি বর্তমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সমর্থন দেওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পড়েছেন দ্বিধা দ্ব¦ন্দ্বে।বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়াম্যান নির্বাচিত হন। তিনি ছাড়াও গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক ও অবসর প্রাপ্ত কাস্টমস গোয়েন্দার সহকারি পরিচালক সুনন্দন দাস রতন, দেওপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দীন ভোটের মাঠে জোড়েসোরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

বৈশাখী অফার

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১ 

অভিনন্দন বার্তা

[এই সাইটের যাবতীয় কন্টেন্ট অনুমতিবিহীন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ]

Copyright © 2024, Sonar Bangla 24